শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফুলপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

ফুলপুর(ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২০, ৯:০৭ পিএম

ময়মনসিংহের ফুলপুর পৌর এলাকার বালিয়া মোড় শশার বাজার এলাকায় (দিউ) দোকান খোলা রেখে সংক্রমক বিধি অমান্য করার কারণে সোমবার রাত ৭.৩০ টার দিকে অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এ জরিমানা করেন।

দোকান খোলা রেখে সংক্রমণ বিধি অমান্য করে সংক্রমকব্যাধি ছড়ানোর সহযোগিতার অপরাধে দন্ডবিধির ২৬৯ ধারায় বালিয়া মোড় শশার বাজার এলাকায় (দিউ) সাইদুল স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাথে সাথে তা আদায় করা হয়। এসময দোকান খোলা রেখে চালাচ্ছিলেন আশিকুর রহমান।

ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল গফুর, ফুলপুর থানার এসআই সাইদুর রহমান, হেলডস ওপেন স্কাউট গ্রুপের সম্পাদক তাসফিক হক নাফিওসহ পুলিশ সদস্যরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন