শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টাঙ্গাইলে নতুন ৭৮ জনসহ ১৩৪৫ জন হোমকোয়ারেন্টাইনে

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২০, ১১:৪৯ এএম

টাঙ্গাইলের ১২টি উপজেলায় গত ২৪ ঘন্টায় নতুন ৭৮ জনসহ ১৩৪৫ জনকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ৬৯ জনকে ছারপত্র দেওয়া হয়েছে। জেলায় মোট ৩২১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এদের মধ্যে ৭ জন করোনা রোগী সানাক্ত হয়। বাকি ২৬৪ জনের রিপোর্ট নেগেটিভ আসে।

এদিকে জেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ৭২ জন। এদের মধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে ৮ জনকে। জেলায় সর্বমোট ৩২৯৮ জনকে হোমকোয়ারেন্টাইনের আওতায় আনা হয়। মেয়াদ শেষ হওয়ায় ১৯৫৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন