জেলার বাউফলে করোনার উপসর্গ জ্বর,সর্দি,কাশি নিয়ে আদাবাড়িয়া ইউনিয়নের মহাশ্রাদ্ধি গ্রামে শ্বশুর মন্নান চৌকিদারের বাড়ি বেড়াতে এসে নাসির মোল্লা(৪০) নামে একজন গতকাল সোমবার মধ্যরাতে মারা গেছে । এ ঘটনায় বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা উপসর্গ নিয়ে মৃত নাসির মোল্লার সংস্পর্শে আশা পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহের ব্যবস্থা গ্রহন করেছেন।
বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, পেশায় ইলেকট্রিক্যাল মিস্ত্রি মৃত নাসির ৫ দিন আগে ঢাকা থেকে অসুস্থ অবস্থায় নিজ বাড়ী পাশ্ববর্তী গলাচিপায় আসে।সেখান থেকে গত তিনদিন আগে শ্বশুর বাড়ী বাউফলের আদাবাড়িয়ায় এসে সোমবার মধ্যরাতে সেখানে মারা যায়। আমাদেরকে সকাল ৭ টায় জানানো হয় । নিয়ম অনুযায়ী মারা যাওয়ার ৩-৪ ঘন্টার মধ্যে মৃতের দেহ থেকে নমুনায় সংগ্রহ করতে হয়। প্রাথমিক ভাবে আমরা তার সংস্পর্শে আসা লোকজনের স্যাম্পল সংগ্রহ করছি।এ ছাড়াও মৃত নাসিরের নিজেরবাড়ী গলাচিপা,ও শ্বশুর বাড়ী আদাবাড়িয়ার পরিবারের লোকজনকে কোয়ারেইন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। মৃতদেহ বিশ্বসাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী গলাচিপার বকুলবাড়িয়াতে দাফন করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন