রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

সবজিতে ভরে গেছে ঝিনাইগাতী

প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

এস.কে সাত্তার. ঝিনাইগাতী (শেরপুর) : রকমারি সবজিতে ভরে গেছে ঝিনাইগাতী। ঝিনাইগাতী গারো পাহাড়ি এলাকার সবজি বেশ ক’বছর ধরেই শেরপুর জেলাসহ ঢাকা এমন কি বাইরের অনেক জেলায় সবজির যোগান দিচ্ছে। ঝিনাইগাতী গারো পাহাড়ের কৃষকরা জানান, এবারও প্রতিকূল আবহাওয়া সত্তে¡ও সবজির আবাদ করে বেশ লাভবান হচ্ছেন তারা। উল্লেখ্য যে, উপজেলার পাহাড়ি এলাকার কৃষকরা গত ক’বছর ধরেই অপেক্ষাকৃত উঁচু জমিতে নানা জাতের বিভিন্ন সবজির আবাদ করে চলেছেন। কৃষকরা জানান, ধানের আবাদ করতে গিয়ে অব্যাহত লোকসান পোষাতেই তারা একটার পর একটা আগাম জাতের সবজির আবাদ করে চলেছেন। আর সবজির আবাদে এখন তারা লাভের মুখ দেখতে শুরু করেছেন। ফলে দিনকে দিন বাড়ছে সবজির আবাদ। বাড়ছে সবজি চাষে ঝুঁকে পড়া কৃষকের সংখ্যা। সরেজমিন সবজি গ্রাম সন্ধাকুড়া, গারোকুনা, হলদিগ্রাম, জারুনতলা, মানিককুড়া ইত্যাদি গ্রামে গিয়ে দেখা যায়, সবজির আবাদে ভরে গেছে এসব গ্রাম। প্রায় প্রতিটি বাড়ির আঙিনায়তো বটেই উঁচু পাহাড়ি জমিতে বেগুন, লাউ, মুলাসহ রকমারি সবজিতে ভরে গেছে মাঠের পর মাঠ। কৃষক-কৃষাণীরাও অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন সবজি ক্ষেত পরিচর্যায়। যেন অবসর নেই তাদের। কেউ সবজি ক্ষেতে সেচ দিচ্ছেন কেউবা করছেন স্প্রে। কেউ বা ক্ষেত থেকেই বেশ চড়া দামে পাইকারি বিক্রি করে দিচ্ছেন সবজি। উপজেলা-জেলা সদর এমনকি ঢাকা অথবা অন্যান্য স্থানের পাইকাররা বেশ চড়া দামেই কিনে নিয়ে যাচ্ছেন ঝিনাইগাতী গারো পাহাড়ের সবজি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন