বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কাপাসিয়ায় আরো ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২০, ৮:১১ পিএম

কাপাসিয়া উপজেলায় আজ ১৪ এপ্রিল, মঙ্গলবার আরো ৮ ব্যক্তির দেহে করোনা ভাইরাস প্রজেটিভ সনাক্ত হয়েছে ।
এর মধ্যে কাপাসিয়া উপজেলার দস্যু নারায়নপুরের ছোঁয়া এগ্রো প্রোডাক্টসের ৬ শ্রমিকের দেহে করোনা ভাইরাস প্রজেটিভ পাওয়া গেছে। বাকী ২ জনের মধ্যে একজন হলেন কড়িহাতা ইউনিয়নের রামপুর গ্রামের এক মহিলা। অপরজন উপজেলার বারিষাব ইউনিয়নের ভেড়ারচালা গ্রামের।
গত ১০ এপ্রিল, শুক্রবার দস্যু নারায়নপুর গ্রামের ছোয়া এগ্রো প্রোডাক্টসের এক শ্রমিকের দেহে প্রথম করোনা ভাইরাস সনাক্ত হয়।
পরে ৭৬ শ্রমিকের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইসিডিডিআর - এ পাঠানো হয়।
পরের দিন শনিবার উপজেলার আরো দুই গ্রামে দু’জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এদের মধ্যে উপজেলার কড়িহাতা ইউনিয়নের রামপুর গ্রামের এক যুবক করোনায় আক্রান্ত হয় ।
আরেকজন ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের। সে গাজীপুর সিভিল সার্জন অফিসে কর্মরত।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আবদুস সালাম সরকার জানান, শুক্রবার ছোঁয়া এগ্রো প্রোডাক্টস লিমিটেডের ১ জন শ্রমিকের দেহে প্রথম করোনা শনাক্ত হয়। এর মধ্যে কারখানার ৭৬ শ্রমিকের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। নমুনা সংগ্রহ কারীদের মধ্যে ১২ এপ্রিল রবিবার ওই ছোয়া এগ্রো প্রোডাক্টসের ৬ শ্রমিকের দেহে করোনা ভাইরাস সনাক্ত করা হয়। আজ ১৪ এপ্রিল, মঙ্গলবার আরো ৮ জনের মধ্যে করোনা প্রজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে ছোয়া এগ্রো প্রোডাক্টসের ৬ জন, রামপুর গ্রামের ১ জন মহিলা ও ভেরারচালা গ্রামের এক ব্যক্তি মধ্যে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত কাপাসিয়ায় মোট ১৭ জনের দেহে করোনা পাওয়া গেছে ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন