শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

অবশেষে নীলফামারী লকডাউন ঘোষণা

নীলফামারী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২০, ৮:৩১ পিএম

করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি প্রতিরোধে অবশেষে লকডাউন ঘোষণা করা হলো উত্তরের জেলা নীলফামারী।
আজ মঙ্গলবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এর আগে জেলা প্রশাসক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও লকডাউনের ঘোষণা দেয়া হয়নি।
সেই গণবিজ্ঞপ্তির আলোকে লকডাউন ঘোষণা করে আজ মঙ্গলবার মাইকিং করে প্রচার করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলার অভ্যন্তরে সব যানবাহন, সাপ্তাহিক হাট-বাজার, প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা এ আওতার বাইরে থাকবে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় দোকান, কৃষিপণ্য ও সরঞ্জামের দোকান সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখতে পারবে। তবে ওষুধের দোকান, হাসপাতাল ও কিনিক সার্বক্ষণিক খোলা থাকবে।
গত ০৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল জেলার কিশোরগঞ্জ, সৈয়দপুর, ডিমলা ও জলঢাকা উপজেলায় একজন করে চার জনের শরীরে কোভিড-১৯ এর উপসর্গ পাওয়া গেছে।
এ বিষয়ে ডিসি হাফিজুর রহমান চৌধুরী জানান, গত ০৯ এপ্রিল থেকে জেলাটি লকডাউন করা হয়েছে। তবে মানুষ যাতে আতঙ্কিত না নয়, সেজন্য সেদিন ঘোষণা দেয়া হয়নি। তবে লকডাউনের যা যা প্রক্রিয়া সেদিন থেকে সব নির্দেশনা পালন করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন