শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

এবার নওগাঁয় ১৭০ বস্তা ওএমএসের চাল উদ্ধার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ১০:৩৭ এএম

এবার নওগাঁ সদর উপজেলার মারমা মল্লিকপুর গ্রামে মঙ্গলবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে ওএমএসের ১৭০ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় ওএমএস ডিলার আবু সাঈদের শ্যালক আবদুর রবের ঘর থেকে এই ১৭০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নওগাঁ সদর থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন । উদ্ধার করা চালের ওজন ৫ হাজার ১০০ কেজি।

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ১০ টাকা কেজির এসব চাল খাদ্য গুদাম থেকে উত্তোলন করেন আবুসাঈদ। দরিদ্র মানুষ এর মাঝে এসব চাল বিক্রি না করে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে শ্যালোকের ঘরে মজুদ করে রাখেন ডিলার আবু সাঈদ।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার আল মামুন জানান, গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা প্রশাসন পুলিশ কে সাথে নিয়ে ওই ডিলারের শ্যালক আবদুর রবের বাড়িতে অভিযান চালিয়ে ১৭০ বস্তা সরকারি ওএমএসের চাল উদ্ধার করে। অভিযানের খবর জানতে পেরে ডিলার ও তার শ্যালক স্বপরিবার পালিয়ে যায়। তবে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার আল মামুন ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন