মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বড়মোকাম বাজার থেকে ৩০৪ বস্তা চোরাই চাল উদ্বার করা হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বড়মোকাম বাজারের বিভিন্ন মুদি দোকান থেকে আশুগঞ্জ থেকে চোরাই হওয়া ৩৬০ বস্তা চাল থেকে ৩০৪ বস্তা চোরাই চাল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় কারো আটক করা হয়নি। আশুগঞ্জ থানার এস আই আনোয়ার বলেন, গত মঙ্গলবার আশুগঞ্জ সরকার আটোমেটিক রাইস মিল থেকে ট্রান্সপোর্ট এজেন্সি মাধ্যমে ঢাকার উদ্দশ্যে রওনা হলে ট্রাকটি গন্তোব্যে পৌঁছায়নি। পরে গোয়েন্দার মাধ্যমে জানতে পারি চাউলগুলো লৌহজং উপজেলার বড়মোকাম বাজারে আছে। আজ আমরা লৌহজং থানা পুলিশের সহযোগিতায় চুরি হওয়া ৩০৪ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বাকি চাল ও আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন