শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অনির্দিষ্টকালের জন্য ‘লকডাউন’ ঢাকা লীগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ১:৪৬ পিএম

১৯শে মার্চ সব ধরণের ক্রিকেট স্থগিত ঘোষণা করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তখনই তিনি জানিয়েছিলেন অন্তত ১৫ই এপ্রিল পর্যন্ত কোন ধরনের খেলার কথা চিন্তাই করা যায় না। বিশেষ করে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগ আয়োজন নিয়েই তিনি এমনটি বলেছিলেন। ধারণা করা হচ্ছিল দেশের পরিস্তিতি উন্নতি হবে। কিন্তু তা হয়নি। করোনায় দেশের পরিস্থিতি মহামারির দিকেই যাচ্ছে। আক্রান্ত হাজার ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যাও ৫০ ছুঁয়েছে।

এমন অবস্থায় দেশ প্রায় আচল। তাই আজ ১৫ই এপ্রিল সিসিডিএম ফের আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে, এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত হবে ঢাকা লীগ। বলার অপেক্ষা রাখে না; সব কিছুর মত এবার ঢাকা লীগও হলো ‘লকডাউন’। বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন। তিনি বলেন, ‘আমরা দেশের পরিস্থিতি কি হয় সেটা দেখছিলাম। ১৫ তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছিল ঢাকা লীগ। কিন্তু এখন যা হচ্ছে তাতে এই আসর অনির্দিষ্টকালের জন্যই স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশে করোনা পরিস্থিতি যে পর্যন্ত উন্নতি না হবে লীগ আর মাঠে গড়াবে না।’

তবে বড় শঙ্কা শেষ পর্যন্ত হয়তো ঢাকা লীগের এই আসর মাঠে গড়াবে কি না তা নিয়ে। পরিস্থিতি ভালো হলে বাংলাদেশের সামনে থাকবে আন্তর্জাতিক সিরিজও। এছাড়াও শুরু হচ্ছে বৃষ্টির মৌসুম। সব মিলিয়ে লীগ আয়োজনের জন্য সময় পাওয়া হবে কঠিন। যদিও আলী হোসেন জানিয়েছেন পরিস্থিতি ঠিক হলে ছোট পরিসরে আয়োজন করার চিন্তা তাদের। তিনি বলেন, ‘আয়োজনে কিছু সমস্যাতো থাকবেই। কিন্তু আমরা আজ সিদ্ধান্ত নিয়েছি সামনে সুযোগ এলে ছোট পরিসরে যদি হয় লীগ আয়োজন করার। একেবারেই লীগ বাতিল হচ্ছে তা এখনই বলা যাবে না। সামনে দেশের পরিস্থিতি কি হয় সেটিও দেখার বিষয় আছে। আমরা আশা ছাড়িনি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন