শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

৩ মে পর্যন্ত স্থগিত সিরি’আ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ৬:৪১ পিএম

করোনাভাইরাসের প্রভাবে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে। যে কারণে সবার আগে বন্ধ হয়ে গেছে সিরি ‘আ’। প্রথমে এ লিগ স্থগিত হয়েছিল ১৩ এপ্রিল পর্যন্ত। সরকারি লকডাউনের মেয়াদ বাড়ায় এই লিগ স্থগিতের মেয়াদও বাড়লো ৩ মে পর্যন্ত।

আগামী ৩ মে পর্যন্ত ইতালি থাকবে লকডাউনে। তাই লিগও বন্ধ থাকছে ঐদিন পর্যন্ত। লিগ স্থগিত থাকায় করোনার প্রভাব পড়েছে খেলোয়াড়, কোচ ও ক্লাবগুলির ওপর। বলা হচ্ছে, মৌসুম যদি শেষ না করা যায়, তাহলে ৩ ভাগের এক ভাগ বেতন কাটা যাবে রোনালদোদের। শেষ করা গেলে সেক্ষেত্রে বেতন কাটা যাবে ৬ ভাগের একভাগ। যাতে করে করোনাকালে আর্থিক সঙ্কট মোকাবিলা করতে পারে ক্লাবগুলো। যদিও পেশাদার ফুটবলারদের সংগঠন এই বেতন কর্তণের সিদ্ধান্তকে লজ্জাজনক বলেছে।

চলতি মৌসুমে সিরি ‘আ’ লিগ শেষ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এরইমধ্যে ফিওরেন্তিনা ও তোরিনোর মালিকেরা বলছেন, লিগ হয়তো শেষ করা যাবে না। তবে ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন প্রধান গাব্রিয়েল গ্রাভিনা বলছেন, মৌসুম শেষ না করাটা হবে অন্যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন