দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় এই প্রথম মানিক শাহ্ (৩৫) নামে এক ব্যক্তির নমুনা পরীক্ষা শেষে করোনা সনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির বাড়ি পার্বতীপুর পৌর এলাকার নামা পাড়া মহল্লায়। পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহেল মাফি আজ বুধবার সন্ধ্যায় মুঠোফোনে এ প্রতিনিকে জানান, পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ পর্যন্ত ১৬ ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে গত ১২ তারিখে দুই জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ বুধবার আনোয়ার হোসেনের ছেলে মানিক শাহ নামের ওই ব্যক্তির করোনা পরীক্ষায় পজেটিভ ফলাফল পাওয়া যায়। এদিকে, পার্বতীপুর পৌর এলাকাসহ অনেক মহল্লায় নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে আগতরা নির্বিচারে ঘোরাফেরা করছে বলে একাধিক অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর তোপের মুখে প্রশাসন কিছু সংখ্যক বাড়ি সনাক্তের পর সেখানে লাল পতাকা ঝুলিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন