বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

‘চার্টার্ড প্লেনে’ এনে হলেও বিশ্বকাপ হোক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে থমকে গেছে গোটা বিশ্ব। বন্ধ আছে সকল প্রকার খেলাধুলা। পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে আর কবে নাগাদ ক্রিকেট মাঠে ফিরবে তা নিশ্চিত করা কঠিন। অবস্থা এমন চলতে থাকলে প্রয়োজনে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোকে চার্টার্ড প্লেনে করে অস্ট্রেলিয়ায় নেওয়ার পরামর্শ দিলেন ব্র্যাড হগ।

কোভিড-১৯ এর প্রভাবে এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে অলিম্পিক ও ইউরো কাপ। এক বছর পিছিয়ে ২০২১ সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে ঐতিহ্যের কোপা আমেরিকাও। এছাড়া স্থগিত থাকা বাকি টুর্নামেন্টগুলো কবে নাগাদ আলোর মুখ দেখবে সেটাও একপ্রকার অনিশ্চিত। এমন পরিস্থিতেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বদ্ধপরিকর আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও আয়োজক দেশ অস্ট্রেলিয়া। তারা আশাবাদী নির্ধারিত সময়েই শুরু হবে এই টুর্নামেন্ট। এবার একই সুরে সুর মেলালেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার হগ। বিশ্বকাপের প্রয়োজন আছে জানিয়ে দরকার হলে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোকে চার্টার্ড প্লেনে করে অস্ট্রেলিয়ায় নেবার পরামর্শ দিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন হগ। যেখানে হগ জানান, ‘লকডাউনে থাকায় অনেক ক্রিকেটারই অনুশীলনের মধ্যে নেই। তাই বিশ্বকাপ শুরুর অন্তত ২ থেকে ৩ সপ্তাহ আগে অস্ট্রেলিয়ায় এনে বিশ্বকাপের জন্য প্রস্তুতির সুযোগ দেওয়া হোক। এই মুহ‚র্তে কোনও বাণিজ্যিক ফ্লাইট চলছে না। তাই দরকার পড়লে চার্টার্ড প্লেনে করে আনা হোক। প্রয়োজনে প্রত্যেকের কোভিড-১৯ পরীক্ষা করা হোক।’

অস্ট্রেলিয়ায় নিয়ে ক্রিকেটারদের দুই সপ্তাহ কোয়ারেন্টিনে রাখার পর করোনা টেস্টে নেগেটিভ প্রমাণিত হলে তবেই মাঠে নামতে দেওয়া হোক, ‘অস্ট্রেলিয়ায় এসে লকডাউনের মধ্যে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর পর ফের একবার পরীক্ষা করা হোক। যদি পরীক্ষা ফলাফল নেগেটিভ আসে। তাহলেই কেবল অনুশীলনের ছাড়পত্র দেওয়া যেতে পারে।’ বাইশ গজের খেলা ক্রিকেটে সামাজিক দূরত্ব কোনো সমস্যা হবে না বলে মনে করেন সাবেক এই স্পিনার, ‘ক্রিকেটে সামাজিক দূরত্ব কোনো বিষয় নয়। কারণ সবসময় ক্রিকেটাররা একে অন্যের থেকে দেড় মিটার দূরে থাকেন। অনেক ক্রিকেটপ্রেমী এই টুর্নামেন্টের স্বাদ নিতে মুখিয়ে আছে। তাদের বঞ্চিত করা মোটেই উচিত নয়।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন