রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন এক রোগীর করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এর কারনে ওই ওয়ার্ডের দুই চিকিৎসক ও ৪ স্বাস্থ্য কর্মীকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে হাসপাতল কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাবলিক জামায়াত ফেরত মোসলেম উদ্দিন নামের ওই রোগীর বৃহস্পতিবার নমুনা টেস্টে দেহে করোনা পজেটিভ পাওয়া যায়। এর পরই আইসোলেশন হিসেবে থাকা ওই ওয়ার্ডটির দুই চিকিৎসক ও ৪ স্বাস্থ্য কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মোসলেম উদ্দিন নামের রোগীর বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার আউলিয়াগঞ্জে। তিনি কয়েকদিন আগে ঢাকায় তবলিগ জামাত থেকে বাড়িতে ফিরে অসুস্থ্য হলে গত ৩ দিন আগে রমেক হাসপাতালে ভর্তি হন। এর পর তাকে আইসোলেশনে রাখা হয়। বৃহস্পতিবার তার করোনা পজেটিভ জানা যায়। এই প্রথম রমেকে চিকিৎসাধীন কোন করোনা রোগী সনাক্ত হলো। এ ঘটনার পর হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন