বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গফরগাঁওয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা আরও একজন করোনায় আক্রান্ত

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ৬:২৮ পিএম

আজ শুক্রবার (১৭ এপ্রিল) গফরগাঁও হাসপাতালের হোম কোয়ারেন্টাইনে থাকা আরোও একজন সিনিয়র স্টাফ নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তিনি হলেন, গফরগাঁও হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ইশরাত সাদিয়া। গত ১৩ এপ্রিল সোমবার গফরগাঁও হাসপাতালের দুইজন চিকিৎসকের করোনা ভাইরাস পজেটিভ আসে, তৎক্ষণাত সেইদিনই উপজেলা প্রশাসন গফরগাঁও হাসপাতাল ও পৌরসভাকে লকডাউন ঘোষনা করে। হাসপাতালের ডাক্তার নার্স ও কর্মচারী সহ ১১২ জনকে হাসপাতালেই হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করে স্বাস্থ্য অধিদপ্তর। ঐ ১১২ জনের নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিলো। তাদের মধ্যে বুধবার তিনজন মেডিকেল এসিস্ট্যান্টের করোনা পজেটিভ আসে ও বৃহস্পতিবার ডাক্তার সহ তিনজন ও আজ শুক্রবার আরও একজন সিনিয়র স্টাফ নার্সসহ হাসপাতালের ৯জন করোনা পজিটিভ আসে। উল্লেখ্য একজন নারী সহ গফরগাঁও উপজেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দশজন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন