প্রাণঘাতী করোনাভাইরাস পুরো বিশ্বকে অসহায় করে তুলেছে। বিশ্বের ক্ষমতাধর দেশ আর বড় বড় বিজ্ঞানীদের নাস্তানাবুদ করে দিচ্ছে। তারপরও করোনাভাইরাসকে প্রতিরোধ করার কোন ওষুধ এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি।
সকল গবেষকের মহাগবেষক সকল বিজ্ঞানীর মহাবিজ্ঞানী মহান আল্লাহই যে মুসলমানের একমাত্র ভরসা। সাধারণ শিক্ষায় বড় না হলেও গ্রামের সহজ সরল মানুষদের কাছে পবিত্র কোরআন যেমন সত্য তেমনি আল্লাহ রাব্বুল আলামিনই সকল কিছুর মালিক এবং তিনিই দিতে পারেন মুক্তি। এই বিশ্বাসকে সামনে রেখে দিনাজপুরের সুইহারী মাঝাডাঙ্গা নামক একটি গ্রামের নারী-পুরুষ-কিশোর কিশোরী থেকে শিশু সবাই একযোগে মহান রাব্বুল আল-আমিনের কাছে দু’হাত তুলে পানাহ চেয়েছেন। মুক্তি চেয়েছেন মহামারির মরণ থাবা থেকে।
পুরো গ্রামের ১২টি মসজিদের মাইক থেকে একসাথে দোয়া প্রচার করা হয়। এজন্য রওশন পাড়া জামে মসজিদের মাইকের সাথে অন্যান্য মসজিদগুলির মাইকে সংযোগ স্থাপন করা হয়। ধর্মপ্রাণ সকল সকল স্তরের মানুষ নিজ বাড়িসহ যে যেখানে বসার সুযোগ পেয়েছে সেখানে বসেই দোয়ায় অংশ নিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন