টেকনাফ উপকূলে একটি ট্রলার থেকে উদ্ধার ৩৯৬ রোহিঙ্গাকে ১৪ দিনের সংঘনিরোধে পাঠানো হয়েছে। এ ঘটনার ক'দিন না যেতেই আরও পাঁচ শতাধিক রোহিঙ্গা নিয়ে দুটি ট্রলার বাংলাদেশ অভিমুখে ঠেলে দিচ্ছে মিয়ানমার। কক্সবাজারের বালুখালী ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের স্বজনরা এ খবর দিয়েছে। রোহিঙ্গারা জানিয়েছে, করোনা মহামারির কারণে মালয়েশিয়া ও থাইল্যান্ড পাঁচ শতাধিক রোহিঙ্গা নিয়ে দুটি ট্রলারকে তাদের সীমানায় ঢুকতে দেয়নি। জাহাজ দুটি ১৫ দিন ধরে মিয়ানমার জলসীমায় রয়েছে। মিয়ানমার নৌবাহিনী রোহিঙ্গাবোঝাই ট্রলার দুটো বাংলাদেশ জলসীমার দিকে ঠেলে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন