সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

রাজারবাগে কোয়ারেন্টাইনে থাকা পুলিশ সদস্যের মৃত্যু

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ১০:৫৪ এএম

করোনার সঙ্কটকালে মানবিক পুলিশকেই দেখছে বাংলাদেশ। চিকিৎসকদের পরই এখন সম্মুখ যোদ্ধা পুলিশ। সেই বাহিনীর সদস্যরাও করোনা সংক্রমণ থেকে রেহাই পাচ্ছেন না। ঝুঁকি নিয়েই দায়িত্ব পালন করছেন তারা। গত সোমবার ভোরে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের এক সদস্যের (৪০) সন্দেহজনকভাবে মৃত্যু হয়েছে। তবে করোনা পরীক্ষায় তিনি আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ট্রাফিক মফিজ উদ্দিন আহম্মেদ।
তিনি বলেন, রাজারবাগ পুলিশ লাইন্সে কোয়ারেন্টাইনে থাকা এক ট্রাফিক পুলিশ কনস্টেবল সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হাসপাতালে মারা গেছেন। কোয়ারেন্টাইনে থাকার কারণে সন্দেহজনকভাবে তার করোনার নমুনা পরীক্ষা করা হয়। তবে পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। অর্থাৎ তিনি করোনা আক্রান্ত ছিলেন না। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, ওই ট্রাফিক সদস্য ডায়াবেটিস ও হার্টের সমস্যায় ভুগছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন