নারায়ণগঞ্জের ফতুল্লায় মশার কয়েল থেকে আগুন লেগে ঘুমন্ত দুই নারী দগ্ধ হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
সোমবার মধ্যরাতে ফতুল্লার মাসদাইর নতুনবাজার এলাকায় রোজী আক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক রোজী আক্তার বলেন, তার বাড়ির ভাড়াটিয়া আরজিনা আক্তার(২৮) ও ফরিদা বেগম(৩৩) গার্মেন্টসে কাজ করেন এবং এক ঘরেই থাকেন।
রাতে হঠাৎ ঘরে আগুন দেখে এলাকার লোকজন আগুন নিভিয়ে তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
পরে হাসপাতাল থেকে জানতে পেরেছি, তাদের মধ্যে আরজিনা আক্তারের ৫০ শতাংশ ও ফরিদা বেগমের ৮০ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। তাদের গ্রামের বাড়ি রাজশাহী ও রংপুরে। তাদের স্বজনদের খবর দেয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন