সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

‘সত্য নয়’ বলছে বিসিবি, জাভেদও

তথ্য পাচারের অভিযোগ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ৬:৫৯ পিএম

বাংলাদেশ নারী দলের ম্যানেজার ও সাবেক জাতীয় ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের বিরুদ্ধে আইসিসি তথ্য পাচারের অভিযোগ এনেছে বলে খবর প্রকাশিত হয়েছে কয়েকটি সংবাদমাধ্যমে। তবে সেসব খবর সত্য নয় বলে দাবি করছে বিসিবি।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজসহ দেশের কয়েকটি সংবাদমাধ্যমে এসেছে জাভেদের বিরুদ্ধে অভিযোগের খবর। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় বাংলাদেশ দলের ম্যানেজারের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তার ওপর কড়া নজরদারি ছিল আইসিসি দুর্নীতি দমন বিভাগের (আকসু)।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, যথেষ্ট প্রমাণ পাওয়ার পর আইসিসি থেকে বিসিবিকে অনুরোধ করা হয়, ভবিষ্যতে আর কোনো ধরনের দায়িত্বে যেন জাভেদকে না রাখা হয়। তবে সেরকম কোনো নির্দেশনা বোর্ড পায়নি বলে জানালেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকতা নিজাম উদ্দিন চৌধুরী, ‘আমি ঠিক জানি না, কোত্থেকে এ ধরনের খবর বের হলো। কোনো অভিযোগ বা নির্দেশনা এলে তো আমার কাছেই আসার কথা। কিংবা মাননীয় বোর্ড সভাপতিকে জানানো হবে। আইসিসির দুর্নীতি দমন বিভাগও (আকসু) এরকম কিছু জানায়নি। আমরা কিছুই জানি না। তাকে নিয়ে কোনো নির্দেশনাও পাইনি।’

এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না জানালেও আইসিসির এমন অভিযোগর কথা শুনে অবাক হয়েছেন জাভেদও। শুরুতে তিনি কোনো মন্তব্য করতে রাজী না হলেও পরে সাবেক এই ওপেনার শুধু বলেছেন, আমি নিজেই কিছু জানি না। যেহেতু বিসিবির প্রধান নির্বাহীও জানেন না, আমি আর কী বলব? শুধু বলতে পারি, আমি এসবের সঙ্গে জড়িত নই। বাকি যা বলার, বোর্ডই বলবে।’ তবে জাতীয় দলে জাভেদের সাবেক এক সতীর্থ নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘জাভেদ আমাকে বলেছে যে এই খবরের বিন্দুমাত্র সত্যতা নেই। চুল পরিমাণ ভুলও সে করেনি বলে নিশ্চিত করেছে আমাকে। নিজের কাছে সে পরিষ্কার।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন