সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মিলল অনুশীলনের অনুমতি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ৭:২২ পিএম | আপডেট : ৯:৩৬ পিএম, ২১ এপ্রিল, ২০২০

লিগ মৌসুম কবে আবার শুরু হবে, তার নিশ্চয়তা না দিতে পারলেও ক্লাবগুলোকে সুসংবাদ শুনিয়েছে লা-লিগা। করোনাভাইরাসের এই সময়েও অনুশীলন করতে পারবে তারা। তবে শর্ত, মানতে হবে স্প্যানিশ সরকারের দেওয়া নিয়ম।
স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদ (সিএসডি), দা রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও লা-লিগার অংশগ্রহণে হওয়া রোববারের সভায় এই সিদ্ধান্ত হয়। এক বিবৃতিতে সিএসডি জানায়, করোনাভাইরাসের পরিস্থিতির উন্নতি বিবেচনা করেই অনুশীলনে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। কঠোর নিয়মের মধ্যে অনুশীলন সেশন চলবে।
২০১৯-২০ মৌসুম জুনে আবারও শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তবে অনুশীলন সেশন কিংবা ম্যাচ কবে নাগাদ শুরু করা যাবে, তা এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন