শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কেরানীগঞ্জে ৩ নারীসহ নতুন আক্রান্ত ১৩জন, মোট আক্রান্ত ৬৭

কেরানীগঞ্জ(ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ৭:২৪ পিএম

ঢাকার কেরানীগঞ্জে ৩ নারীসহ করোনায় নতুন আক্রান্ত ১৩জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এখন ৬৭জনে। নতুন আক্রান্ত ১৩জনের মধ্যে ৩জন নারী রয়েছে। ১৩জনের মধ্যে ১জন কুর্মিটোলা হাসাপাতালে মৃত্যুবরন করেছেন।তার বাড়ি কলাতিয় ইউনিয়নের গুয়াডুরি এলাকায়। নারী তিনজনের একজনের বাড়ি শুভাঢ্যা ইউনিয়নের হাসনাবাদ এলাকায়। তার নাম হাসিনা বগেম। বয়স ৫০বছর। অন্যজনের নাম আকলিমা হক । বাড়ি আগানর ইউনিয়নের আমবাগিচা এলাকায়।তার বয়স ৬৫বছর। অপর নারীর নাম  অজুফা। তার বয়স ৪০বছর। তবে তার ঠিকানা জানা যায়নি। বাকী ৯জন পুরুষ রোগী হচ্ছে, মোঃ সেন্ট(৪৬)। তার বাড়ি জিনজিরার ইসলামাবাদ এলাকায়।আব্দুল আজিজ(৫৫)। বাড়ি শুভাঢ্যায়।মুঞ্জুরুল হক(৫০)। তার ঠিকানা জানা যায়নি। মোঃ আলাউদ্দিন(২৬)। তার বাড়ি কালিন্দী ইউনিয়নের নেকরোজবাগ এলাকায়। মোঃ নান্নু(৬৫)। তার বাড়ি শাক্তা ইউনিয়নের আটিবাজার এলাকায়।আজমত আলী(৫৫)। বাড়ি কোন্ডা ইউনিয়নের কাউটাইল এলাকায়।মোঃ জয়নাল(২৫)। বাড়ি কোন্ডা ইউনিয়নের কাজিরগাও এলাকায়। মোঃ মোবাশ্বের(৫৪)। বাড়ি শুভাঢ্য মধ্যপাড়া এলাকায়। হাজী আব্দুল মজিদ(৭০)। তার বাড়ি শুভাঢ্যা ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায়। এদিকে এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে আরো তিনজন মৃত্যু বরন করেছে। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসাইন আজ বুধবার(২২এপ্রিল) সন্ধ্যায় এতথ্যটি নিশ্চিত করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন