সুপেয় পানির সংকট নিরসনে উদ্যোগ নিয়েছে বাগেরহাটের শরণখোলা ছাত্রলীগ। রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের খেলার মাঠে (বড় মাঠ) দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকা দুটি নলকুপ সচল করে দিয়েছেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম জীবন। উপজেলা সদর রায়েন্দা বাজার ও সংলগ্ন এলাকার পাঁচ শতাধিক পরিবারের সুপেয় পানির সমস্যা অনেকটা পুরণ হবে। জনসার্থে এই উদ্যোগটি গ্রহন করায় ব্যাপক সাড়া ফেলেছে এলাকায়।
ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম জীবন জানান, এলাকায় দীর্ঘদিন ধরে খাবার পানির সংকট চলছে। রমজান মাসে পানির সমস্যা আরো তীব্র হবে। তাই মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে নলকুপ দুটি সচল করা হয়। এতে রায়েন্দা বাজার ও পার্শ্ববতী এলাকার পাঁচশ’রও বেশি মানুষ উপকৃত হবে।
শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন বলেন, কাজটি খুব বড় বা অনেক টাকার প্রকল্প নয়। কিন্তু মানুষের প্রয়োজনটা ছিলো অনেক বড়। এই সংটময় মুহূর্তে নলকুপ দুটি সচল করায় ছাত্রলীগ প্রশংসনীয় কাজ করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন