শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর নিয়ে তালবাহানা বরদাশত করা হবে না

প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর নিয়ে কোন রকমের তালবাহানা চট্টগ্রামবাসী বরদাশত করবে না। অনতিবিলম্বে কক্সবাজারের মহেশখালী সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণসহ চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির অন্যান্য দাবিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়েছে। গত সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে উন্নয়ন সংগ্রাম কমিটির প্রাক্তন চেয়ারম্যান মরহুম এস এম জামাল উদ্দীনের স্মরণ সভায় বক্তারা এ দাবি জানান। স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রামের উন্নয়ন প্রশ্নে বরাবরই জামাল উদ্দীনের স্পৃহা ছিল অদম্য। ফলে তিনি সর্বমহলে সমাদৃত ও চট্টলবন্ধু হিসেবে পরিচিতি লাভ করেন। বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগাম কমিটির চেয়ারম্যান স্থপতি তসলিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান আলোচক ছিলেন বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির উপদেষ্টা এডভোকেট রানা দাশ গুপ্ত। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও প্রাক্তন লায়ন গভর্ণর রফিক আহম্মদ, সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মহাসচিব এইচ এম মুজিবুল হক শুক্কুর, সাবেক কাউন্সিলর শহীদুল আলম, মরহুম এস এম জামাল উদ্দীনের জ্যেষ্ঠ পুত্র এস এম ফরহাদ আলী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন