সোমবার (২৭ এপ্রিল) করোনা আক্রান্ত হওয়া কক্সবাজার জেলার ৫ রোগীকে রামুস্থ আইসোলেশন সেন্টারে চিকিৎসা সেবা দেওয়া হবে বলে জানান কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোঃ মাহবুবুর রহমান।
তিনি আরো জানান, ইতিমধ্যে রামু আইসোলেশন হাসপাতালে কক্সবাজার জেলার ১০ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। সেখানে নতুন একটি ভবনে ৫০ শয্যা বিশিষ্ট করোনা আইসোলেশন ইউনিট আগে থেকেই প্রস্তুত করা আছে।
মহেশখালীর সনাক্ত হওয়া রোগীকে দুরত্বের কারণে মঙ্গলবার ২৮ এপ্রিল সকালে মহেশখালী থেকে আনা হবে। আর রামু, উখিয়া ও চকরিয়া উপজেলার ৪ জন করোনা রোগীকে সোমবার (২৭ এপ্রিল) রাতেই রামু আইসোলেশন হাসপাতালে এম্বুলেন্সে নিয়ে আসা হবে।
সোমবার (২৭ এপ্রিল) সনাক্ত হওয়া রোগীদের মধ্যে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের দক্ষিণ কোর্ট বাজার তুতুর বিল গ্রামের শাহ আলম, রাজাপালং ইউনিয়নের হাজীর পাড়া গ্রামের বানু বিবি, মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের বাহদুর আলম, রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের গাছুয়া পাড়ার ছালেহ আহমদ (৩৬), চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসেরদীঘি এলাকার সাইফুল ইসলাম (৩০) রয়েছেন।
এছাড়াও একইদিন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের কম্বোনিয়া পাড়ার আলম আরা (২৮) নামের এক নারীর শরীরেও করোনা ভাইরাস জীবাণু ধরা পড়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন