শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

খুলনাঞ্চল থেকে মৎস্য রপ্তানি কমেছে

প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : ২০১৪-১৫ অর্থ-বছরে খুলনাঞ্চল থেকে ৩২৪৮৩ দশমিক ৩৭ মেট্রিক টন মৎস্য রপ্তানি করে দুই হাজার ৬৫২ কোটি ৮৪ লাখ টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করেছিল। আর ২০১৫-১৬ অর্থ-বছরে ২৮১৪২ দশমিক ৩৭ মেট্রিক টন মৎস্য রপ্তানি করে দুই হাজার ২৭৪ কোটি ৪৭ লাখ টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। মাত্র এক বছরের ব্যবধানে খুলনাঞ্চল থেকে মৎস্য রপ্তানি কমেছে ৩৭৮ কোটি ৩৭ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন খুলনা মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক প্রফুল্ল কুমার সরকার। তিনি বলেন, ‘জল আছে যেখানে, মাছ চাষ সেখানে’ প্রতিপাদ্য নিয়ে সারাদেশে একযোগে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬। সপ্তাহ উপলক্ষে খুলনায় সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান সংবাদ সম্মেলনে জানান, খুলনা জেলায় মাছ উৎপাদনের পরিমাণ হচ্ছে ৬৩ হাজার মে. টন, চাহিদার পরিমাণ ৫১ হাজার ৭৬৫ মে. টন এবং উদ্বৃত্ত মাছের পরিমাণ হচ্ছে ১১ হাজার ৪৩৫ মে. টন। খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ হাবিবুল হক খান, জেলা মৎস্য কর্মকর্তা অমল কান্তি রায় ও মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মনিষ মÐল প্রমুখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন