রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আগে ঘরোয়া ক্রিকেট চান তামিম

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২০, ৭:১১ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাস আতঙ্কে এখন আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রতিটি দলেরই টানা ব্যস্ততা হবে। তবে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল চান, আন্তর্জাতিক নয়, করোনা আতঙ্কে কেটে যাওয়ার পর প্রথমে চালু করতে হবে ঘরোয়া ক্রিকেট। বুধবার রাতে ফেসবুক লাইভে যোগ দিয়েছিলেন তামিম। সেখানেই তিনি জোর দেন ঘরোয়া ক্রিকেটের ওপর। তামিমের মতে, লম্বা সময় মাঠের বাইরে কাটিয়ে হুট করে আন্তর্জাতিক ক্রিকেটে নামা ঠিক হবে না। তিনি বলেন, ‘পরিস্থিতি যখনই স্বাভাবিক হবে, আমি চাই ঘরোয়া ক্রিকেটটা আগে শুরু হোক। আন্তর্জাতিক ক্রিকেটে নামার আগে সব দেশেরই ঘরোয়া ক্রিকেটটা আগে দরকার।’

বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যায় ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। লিস্ট ‘এ’ ফরম্যাটে দেশের একমাত্র আসরের প্রথম রাউন্ড শেষ হতেই তা স্থগিত হয় অনির্দিষ্টকালের জন্য। বর্ষা মৌসুম আর ব্যস্ত আন্তর্জাতিক সূচির কথা মাথায় নিলে টুর্নামেন্টটির এবারের আসর ঘিরে রয়েছে দারুণ অনিশ্চয়তা।

অথচ বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারের উপার্জনের উৎস এই ঘরোয়া আসর। তাদের কথা চিন্তা করে হলেও আগে ঘরোয়া ক্রিকেট চান তামিম। তার কথায়, ‘আপনারা জানেন, আমাদের দেশের বেশিরভাগ ক্রিকেটারের রুটি-রুজির ক্ষেত্র প্রিমিয়ার লিগ। কাজেই আমি চাইব, যখনই পরিস্থিতি স্বাভাবিক হবে, আগে যেন প্রিমিয়ার লিগটা শুরু হয়।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন