মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম বিলের সুবাস বালার এক একর জমিতে চাষ করা বোরো ধান গতকাল সকালে কেটে দিলেন মাধ্যমিক স্কুলের প্রায় অর্ধশত শিক্ষকরা। স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম দক্ষিণ পাড়ার কৃষক সুবাস বালা শ্রমিকের অভাবে তার জমির পাকা ধান ঘরে তুলতে পারছিলনা। ঠিক সে সময়ে উপজেলা মাধ্যমিক স্তরের শিক্ষকরা সিদ্ধান্ত নেয় সুবাস বালার জমির দান কেটে দিবে। গতকাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হকের নেতেত্বে এক দল শিক্ষক কান্তে হাতে নেমে পড়ে ধান কাটতে। শুধু লোক দেখানো নয়, বাস্তবিক অর্থে সুবাস বালার এক একর জমির পাকা ধান কেটে মাথায় করে বাড়ি নিয়ে মাড়াই করে ঘরে তুলে দেন শিক্ষকরা।
কৃষক সুবাস বালা জানান, স্যারেরা আজ আমার বড় উপকার করল। এ জমিতে সামান্য বৃষ্টি হলে ধান পানিতে তলিয়ে যেত। ধান না কাটতে পারলে আমি পরিবার পরিজন নিয়ে অর্ধহারে অনাহারে দিন কাটানো লাগত। স্যারদের এই উপকার কখনো ভুলবার নয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন