কোভিড নাইন্টিন মহামারি ভয়াবহ রূপ ধারণ করেছে মার্কিন অঙ্গরাজ্য টেক্সাসে। শনিবার সেখানে নতুন করে কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছেন ১,২৯৩ জন। এ নিয়ে টানা তিনদিন সেখানে সহস্রাধিক মানুষ এ রোগে আক্রান্ত হলো। একই সময়ে সেখানে মহামারিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১৫ জন। এমনটাই জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি তথ্যে। তবে মহামারি যখন প্রকট রূপ ধারণ করেছে ঠিক তখনি লকডাউন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে সেখানকার গভর্নর। গত শুক্রবার গভর্নর গ্রেগ এবোটের নির্দেশের পর টেক্সাসের অর্থনৈতিক কার্যক্রম চালু হয়েছে। চালু হয়েছে বিনোদন সেবাগুলোও। সিনেমা হল, জাদুঘর ও চিড়িয়াখানাও খুলে দেয়া হয়েছে। তবে দোকানগুলো আপাতত ২৫ শতাংশ হারে ব্যবসা চালু রাখতে পারবে। আগামি ১৮ মে নাগাদ কড়াকড়ি আরো কমিয়ে আনা হবে বলেও জানিয়েছেন এবোট। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন