অবৈধ অভিবাসীদের ঢল ঠেকাতে মেক্সিকো সীমান্তে আবারও দেয়াল নির্মাণের পরিকল্পনা সাজিয়েছেন টেক্সাস অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট। তিনি বলেন, মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে প্রাচীর গড়ে তুলবে টেক্সাস। তার এই সিদ্ধান্ত মানবাধিকার ও অভিবাসন দলগুলোর ব্যাপক সমালোচনার মুখে পড়বে। সমালোচনা উপেক্ষা করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকতে দেশটিতে অবৈধ অভিবাসী প্রবেশ ও চোরাচালান ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কাজ শুরু করেন। পরবর্তীতে ক্ষমতায় এসে ট্রাম্পের পদক্ষেপ বন্ধ করেন জো বাইডেন। তবে স¤প্রতি মেক্সিকো সীমান্তে যুক্তরাষ্ট্র অভিমুখী অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সংবাদ সম্মেলনে গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, সীমান্ত সুরক্ষায় দেয়াল নির্মাণ প্রকল্প শুরু করা উচিত। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন