শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

পাকিস্তানে তুলার সঙ্কট

প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের বাজারে তুলার সরবরাহ সঙ্কট দেখা দিয়েছে। এ অবস্থায় দেশটিতে পণ্যটির দাম বেড়ে সর্বোচ্চে পৌঁছেছে।
পাকিস্তানের সিন্ধু প্রদেশে প্রতি ৪০ কেজি বীজতুলার দাম ২০০ রুপি বেড়ে বিক্রি হচ্ছে ৩ হাজার ৩০০ রুপিতে। এছাড়া পাঞ্জাব প্রদেশে একই পরিমাণ পণ্য লেনদেন হচ্ছে ৩ হাজার ৩৫০ রুপিতে। ব্যবসায়ীরা জানান, সরকারিভাবে তুলার দাম ১৫০ রুপি বেড়ে ৬ হাজার ২৫০ রুপিতে দাঁড়াতে পারে।
তুলা বিশ্লেষক নাসেম ওসমানের মতে, সরবরাহ ঘাটতির কারণে সামনের দিনগুলোয় দাম বেড়ে প্রতি ৪০ কেজির দাম ৭ হাজার রুপিতে পৌঁছাতে পারে। অপর এক রফতানিকারক জানান, চাহিদার বিপরীতে সরবরাহ না থাকায় সিন্ধু প্রদেশের বেশকিছু বীজ ছাড়ানোর কারখানা বন্ধ হয়ে গেছে। সূত্র : ফার্ম প্রেস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন