সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ব্যয় কমাবে এরিকসন

প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) পরিচালন মুনাফা ও বিক্রি প্রত্যাশামাফিক হয়নি এরিকসনের।
এ অবস্থায় ব্যয়সংকোচনের সিদ্ধান্ত নিয়েছে তারা। এপ্রিল-জুন সময়ে এরিকসনের বিক্রি কমেছে ৭ শতাংশ। এর মধ্য দিয়ে টানা সাত প্রান্তিক কমল বিক্রি। গত বছরের একই সময় বিক্রি কমেছিল ৫ শতাংশ। ২০১৪ সালে অবনমনের এ হার ছিল ২ শতাংশ। এক বিবৃতিতে এরিকসন জানায়, বিক্রির বর্তমান ধারা ও ব্যবসার সংমিশ্রণ বছরের দ্বিতীয়ার্ধের (জুলাই-ডিসেম্বর) অবস্থা উন্নয়নে সহায়ক হবে। সুইডিশ এ প্রযুক্তি প্রতিষ্ঠানের পরিচালন মুনাফা দ্বিতীয় প্রান্তিকে ছিল ২৮০ কোটি সুইডিশ ক্রোনার (৩২ কোটি ৭০ লাখ ডলার)। এ সংখ্যা গত বছরের একই সময় ছিল ৩৬০ কোটি ক্রোনার। এরিকসন এখন পূর্বপরিকল্পনামাফিক পরিচালন ব্যয় কমানোর লক্ষ্য স্থির করেছে। আগামী বছরের দ্বিতীয়ার্ধেই বার্ষিক পরিচালন খরচের হার ৫ হাজার ৩০০ কোটি ক্রোনারে নিয়ে আসার চেষ্টা করবে। ২০১৪ সালে এ ব্যয়ের পরিমাণ ছিল ৬ হাজার ৩০০ কোটি ক্রোনার। এপ্রিল-জুন সময়ে বিশ্বের শীর্ষ মোবাইল নেটওয়ার্ক যন্ত্রাংশ নির্মাতা এরিকসনের বিক্রি হয় ৫ হাজার ৪১০ কোটি ক্রোনারের। এ পরিমাণ পূর্বাভাসের তুলনায় কম বিশ্লেষকরা এ সময় ৫ হাজার ৫৩০ কোটি ক্রোনারের পণ্য বিক্রির পূর্বাভাস দিয়েছিলেন। গ্রস মার্জিন ছিল ৩২ দশমিক ৩ শতাংশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন