শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

জীবন বীমার বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু

প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) উদ্যোগে ৯ম জীবন বীমা সংক্রান্ত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। গতকাল বিআইএর প্রেসিডেন্ট শেখ কবির হোসেন বিআইএর সভাকক্ষে এ কোর্সের উদ্বোধন করেন। ১৭টি জীবন বীমা কোম্পানির ৩৩ জন অফিসার এ কোর্সে অংশগ্রহণ করছেন। উদ্বোধন অনুষ্ঠানে শেখ কবির হোসেন তার বক্তব্যে বাংলাদেশের জীবন বীমা ব্যবসার উজ্জ্বল ভবিষ্যৎ এবং দক্ষ জনশক্তির অভাব পূরণের জন্য এই ট্রেনিং কোর্স বিশেষভাবে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন। যারা এ কোর্সে অংশগ্রহণ করছেন তারা এই কোর্সের মাধ্যমে ভবিষ্যতে তাদের কোম্পানির উন্নতির জন্য আরো বেশি অবদান রাখতে পারবে বলে অভিমত ব্যক্ত করেন। তিনি এই কোর্স গুরুত্বের সাথে গ্রহণ করার জন্য অংশগ্রহণকারী অফিসারদের উপদেশ দেন। অনুষ্ঠানে বিআইএ সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার, ডেপুটি সেক্রেটারি এনামুল হক খান, জনসংযোগ কর্মকর্তা মো: হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন