শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

তরুণদের গাইডলাইন দিতে সিনিয়রদের প্রতি অনুরোধ

প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কন্ডিশনিং কোচ ছাড়া শুরু কন্ডিশনিং ক্যাম্প
বিশেষ সংবাদদাতা : ইংল্যান্ড ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরকে সামনে রেখে গতকাল থেকে শুরু হয়েছে প্রাথমিক দলের কন্ডিশনিং ক্যাম্প। যে অনুশীলনে অপরিহার্য স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ, সেই মারিও ভিল্লাভারায়ানকে ছাড়াই শুরু হলো ক্যাম্পটি। বিসিবি’র ট্রেনার ইফতেখারুল ইসলাম ইফতির তত্ত্বাবধানে শুরু হয়েছে ক্যাম্পটি। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ সম্পন্ন হওয়ার পর এক মাস ক্রিকেটের বাইরে থাকায় এই ক্যাম্পটির গুরুত্ব অনেক, ফিটনেস ফিরে পাওয়াটাই মূলত ক্রিকেটারদের চ্যালেঞ্জ, তা মনে করছেন ওয়ানডে ও টি-২০ অধিনায়ক মাশরাফিÑ‘খেলোয়াড়রা নিজেদের কাজটা নিজেরা বুঝে নিয়েছে। এক-দেড় মাস গ্যাপ থাকলেই আনফিট হয়ে যাবো, এটা সবাই জানে। এজন্য নিজেদের যতœ নেওয়া শেখা, নিজেদের ফিটনেস ধরে রাখা, এমন কিছুর জন্য এটা দারুণ সুযোগ।’
প্রাথমিক দলের ৩০ ক্রিকেটারের মধ্যে সাকিব এবং মুস্তাফিজুর ছাড়া অবশিষ্ট সবাই ক্যাম্পের প্রথম দিন দিয়েছেন হাজিরা। এই ক্যাম্পে তরুন ক্রিকেটারদের গাইড করতে সিনিয়রদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন মাশরাফিÑ‘আমিও আগেও বলেছি এখানে সিনিয়রদের অনেক কিছু করার আছে। আমি মনে তারা তরুণদের গাইডলাইন দেবে।’
স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ানের অনুপস্থিতিকে অবশ্য আপাতত সমস্যার কিছু দেখছেন না মাশরাফিÑ‘মারিও ছাড়া আমরা অভ্যস্ত নই। তবে ইফতি আছে। সে অনেক দিন আমাদের সঙ্গে আছে। তাকে নির্দেশনা দেওয়া আছে।’ ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর নিয়ে যখন অনিশ্চয়তা, তখনো কিন্তু মনোযোগ হারাচ্ছেন না মাশরাফিÑ‘ আমরা সবাই আশাবাদী ইংল্যান্ড আসবে। এখনও তিন মাস বাকি। সবচেয়ে বড় ব্যপার হলো, এখানেই তো শেষ নয়। আমাদের উচিত ফিটনেস ধরে রাখা, খেলার জন্য প্রস্তত থাকতে হবে। বাকিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন