মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় তুচ্ছ ঘটনায় মো. রবিউল (১৮) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় রবিউল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর ও লৌহজং সার্কেল) মো. আসাদুজ্জামান জানান, সিগারেট খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে আহত করা হয় রবিউলকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূইয়া জানান, কে বা কারা এ ঘটনার সাথে জড়িত তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, সিগারেট খাওয়া নিয়ে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে এ ঘটনার সূত্রপাত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন