শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য

করোনায় ১৪শ’ স্বাস্থ্যকর্মী আক্রান্ত: বিএমএ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ মে, ২০২০, ৮:২৪ পিএম

করোনাভাইরাস মোকাবিলায় শনাক্তকরণ পরীক্ষার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হলেও দিন দিন চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পরিমাণ বাড়ছে। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্য অনুযায়ী, শনিবার (৯ মে) পর্যন্ত দেশে ডাক্তারসহ ১৪’শ স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। রাতে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) দফতর সম্পাদক প্রফেসর ডা. শহিদ উল্লাহ। তিনি বলেন, এপর্যন্ত সারাদেশে ৫৪৩ জন ডাক্তার, ৩৫০ জন নার্স এবং ৫০৭ জন অন্যান্য স্বাস্থ্য সেবাকর্মীসহ সর্বমোট ১৪০০ জন কোভিড-১৯ এর নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন।

চিকিৎসক নেতৃবৃন্দ বলেন, প্রথম থেকে চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা নিলে এবং হাসপাতালগুলো উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করলে এই পরিস্থিতির সৃষ্টি হতো না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন