মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য

ডাক্তারের পরামর্শ ও অন্যান্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে ডাক্তারভাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মে, ২০২০, ৩:৩৩ পিএম

বর্তমান সময়ে সারা বিশ্বকে একযোগে আতঙ্কিত করে রেখেছে নভেল করোনাভাইরাস।দেশজুড়ে করোনাভাইরাসের আতংকে কাপছে সাধারন মানুষ। বিভিন্ন জরুরী সেবাগুলো হয়ে গেছে সীমিত। এমনকি হাসপাতালগুলোতেও মিলছেনা চিকিৎসাসেবা। অনেক চিকিৎসকই তাদের নির্ধারিত চেম্বারে রোগী দেখতে ঝুঁকিপুর্ন মনে করছেন। আর এতে বিপাকে পড়েছেন সাধারন মানুষ। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কিভাবে ডাক্তারের পরামর্শ নেবেন এই চিন্তায় আছেন অনেকেই।

তাই বাসায় থেকে ডাক্তারের পরামর্শ ও অন্যান্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে ডাক্তারভাই। এখন পর্যন্ত এক লক্ষ বিশ হাজারের বেশি মানুষ স্বাস্থ্যসেবা নিয়েছেন; বিগত এপ্রিল মাসেই প্রায় চৌদ্দ হাজারের বেশি মানুষ স্বাস্থ্যসেবা নিয়েছেন এই ডাক্তারভাই অ্যাপ থেকে।
স্বাস্থ্যতথ্য সংরক্ষণ, ডাক্তারের সঙ্গে অডিও কিংবা ভিডিওর মাধ্যমে পরামর্শ নেয়া, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ, দেশজুড়ে ৩শ´র বেশি পার্টানার হাসপাতাল ও ক্লিনিকে ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এবং ২ হাজার ৫শ´র বেশি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুকিং, এর সাথে বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের তথ্য, প্রতিদিন স্বাস্থ্য সংক্রান্ত এলার্ট, এমনকি প্রয়োজনে স্বাস্থ্য ও জীবনবীমার সুবিধা আছে এই ডাক্তারভাই অ্যাপে।
ডাক্তারভাই অ্যাপের মাধ্যমে ফোন কল করে সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বিনামূল্যে ডাক্তারের পরামর্শ পাওয়া যাবে। এছাড়াও বিশেষজ্ঞ ডাক্তারদের সচেতনতামূলক ভিডিও এবং করোনাভাইরাসের ঝুঁকি নির্ণয়ের মত গুরুত্বপূর্ন ফিচার রয়েছে এই অ্যাপটিতে।
এ বিষয়ে ডাক্তারভাইএর কো-ফাউন্ডার রায়হান শামসী বলেন, কোভিড-১৯ মহামারীর কারনে বাংলাদেশে বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে দেখা দিয়েছেচিকিৎসাসেবার সংকট। চলমান এই পরিস্থিতিতে করোনাভাইরাস ও স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য জরুরী তথ্য ও পরামর্শ সাধারন মানুষের কাছে পৌছে দিচ্ছে ডাক্তারভাই।প্রতিদিন গড়ে চারশো এর বেশি মানুষ টেলিমেডিসিন সেবা নিচ্ছেন এই অ্যাপ থেকে। দূর্যোগের এই দিনে দেশের মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।
বিনামূল্যে এই টেলিমেডিসিন সেবাটি পাওয়ার জন্য প্লে-স্টোর(bit.ly/daktarbhaiapp) অথবা অ্যাপ স্টোর(bit.ly/iOSdaktarbhai) থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। এছাড়াও ১৬৬৪৩ তে ফোন করেও ডাক্তারের পরামর্শ ও অন্যান্য স্বাস্থ্যসেবা পাওয়া যাবে।
করোনাভাইরাসের এই ভয়াবহতা কতদিন থাকবে তা এখনো নিশ্চিত নয়। কিন্তু এ ধরনের উদ্যোগ শুধু সংকটকালীন সময়েই নয়, বরং সবসময়ের জন্যই সাধারন মানুষ ব্যবহার করতে পারবেন। সরকার ডিজিটাল বাংলাদেশের যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন, তাতে এই ধরনের উদ্যোগ স্বাস্থ্যসেবায় যুগান্তকারী ভূমিকায় অবতীর্ন হবে, তা নিশ্চিতভাবে বলা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Mainul Islam ১২ মে, ২০২০, ১২:০৭ পিএম says : 0
করোনা ব্যতীত অন্য কোন রোগের সম্পর্কে বলা যাবে কিছু। আমার আব্বুর কোমড়ে ব্যাথা ছিলো।ওই ব্যাথা এখন পায়ে আসছে।এখন তার বাম পায়ের পাতায় কোনো অনুভূতি নেই আর পা শুকিয়ে যাচ্ছে দিনদিন।এখন বাসায় বসে করণীয় কী
Total Reply(0)
SUJON ROBI DAS ৯ জুলাই, ২০২২, ১:৫২ এএম says : 0
আমার খুব পেটে ব্যাথা ও শরীরের মধ্যে খুব অস্থিরতা বোধ করছি এখন কি করা উচিত
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন