বিশেষ সংবাদদাতা : আকাশ পথে ১৩ ঘণ্টার ভ্রমণ, সেই ভ্রমণ ক্লান্তির লেশমাত্র নেই মুস্তাফিজুরের চোখে-মুখে! লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণের পর ইমিগ্রেশন সেরে বাইরে অপেক্ষমান সাসেক্স কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা,অভিনন্দন। সেখান থেকে সড়কপথে হোভে সাসেক্সের ড্রেসিংরুমে। প্রস্তুত ছিল জার্সি, সানরাইজার্স হায়দারাবাদে তার জার্সি নম্বর ছিল ৯০, সাসেক্সেও তাই! নুতন এই জার্সিটি কাটার বিস্ময়ের হাতে তুলে দিয়ে নিজের লকারের সামনে দাঁড়ানো মুস্তাফিজের ছবি অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রকাশ করেছে গতকাল সাসেক্স! গত জুন থেকে যার প্রতীক্ষার প্রহর গুণেছে সাসেক্স, সেই মুস্তাফিজুরকে পেয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে ন্যাট ওয়েস্ট টি-২০ বøাস্টে সাউথ গ্রæপে পয়েন্ট তালিকায় তলানীতে থাকা দলটি (১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৭ম)। সাসেক্সে যোগ দিয়ে গতকাল রাতেই দলটির হয়ে চেম্পসফোর্সে এসেক্সের বিপক্ষে কাউন্টিতে অভিষেকের গ্রীন সিগন্যাল পেয়েছেন বাঁ হাতি কাটার মাস্টার মুস্তাফিজুর। সাসেক্স তাদের অফিসিয়াল পেজে দিয়েছে এই খবর। নিশ্চয়তা দিয়েছে ক্লাবটি অবশিষ্ট ৭ ম্যাচের সব ক’টিতে খেলার!
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন