বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

মোবাইল কোর্টের অভিযান চট্টগ্রামে ৩০ কেজি পচা ডালডা ড্রেনে ফেলে ধ্বংস

প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীর পশ্চিম মাদারবাড়ী এলাকার একটি বেকারি থেকে জব্দ করা ৩০ কেজি পচা পোকামাকড়যুক্ত ডালডা ড্রেনে ফেলে ধ্বংস করেছে মোবাইল কোর্ট। এ সময় জব্দ করা পচা মসলা, পোড়া তেল এবং ক্ষতিকর রঙ ধ্বংস করা হয়। গতকাল (মঙ্গলবার) চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন এ অভিযানে নেতৃত্বে দেন।
ম্যাজিস্ট্রেট রুহুল আমীন জানান, পশ্চিম মাদারবাড়ীতে অভিযানে চালিয়ে ‘মেনিবা ওয়াটার’ নামের এক পানি বাজারজাতকারী প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। একই এলাকার দিদার বেকারি থেকে ৩০ কেজি পচা ও পোকা ধরা ডালডা এবং বেকারি পণ্য উৎপাদনে ব্যবহৃত ক্ষতিকর রং জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে বেকারির মালিক আগে থেকেই সটকে পড়ায় কোনো দÐ দেয়া সম্ভব হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন