শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাউজানে পর পর দু’দিনে দু’জনের করোনা সনাক্ত

রাউজান উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ মে, ২০২০, ৭:৩২ পিএম

চট্টগ্রামের রাউজানে একদিনের ব্যবধানে আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট ২ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। (১১ মে) সোমবার উপজেলার উরকিরচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হারপাড়া গ্রামের আলহাজ্ব আবু তাহেরের ছেলে মো. আনোয়ারের শরীরে করোনা পজেটিভ আসে। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন। তিনি এতদিন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে কর্মরত ছিলেন বলে জানা গেছে। সেখান থেকেই করোনায় আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত রোববার উজেলার ডাবুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কান্দিপাড়া এলাকায় বাদশা (৩৫) নামে এক সিএনজি চালক প্রথম করোনায় আক্রান্ত হন। ওইদিন আক্রান্তের বসতবাড়ী লকডাউন করে দেন ইউএনও জোনায়েদ কবির সোহাগ। উল্লেখ্য, চট্টগ্রামের মধ্যে একমাত্র রাউজান উপজেলা গত ৯ মে পর্যন্ত করোনা মুক্ত ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন