চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদ ও ৫টি বাড়ি লকডাউন ঘোষনা করেছে প্রশাসন। ইউনিয়ন পরিষদের সচিব ও ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের পরিচালক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় বুধবার লকডাউন ঘোষনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন।
৯ মে কলাকান্দা ইউনিয়নের সচিব শ্যামল চন্দ্রের করোনা শনাক্ত হয়। তার পর একই(কলাকান্দা ইউপি)ইউপির তথ্য সেবা কেন্দ্রের পরিচালক আব্দুল বাতেনের করোনা টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়। ১১ মে টেস্টের জন্য তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার (১৩ মে) তার পরীক্ষার রেজাল্ট করোনা পজেটিভ।
প্রশাসন আব্দুল বাতেনের আশেপাশের ৫টি বাড়ি ও ইউনিয়ন পরিষদ ভবন লকডাউন করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন