শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চকরিয়ায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯জন করোনা রোগী

বিশেষ সংবাদদাতা কক্সবাজার | প্রকাশের সময় : ১৪ মে, ২০২০, ৩:১১ পিএম

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিট থেকে এই প্রথম বারেরমত সরাসরি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন জন করোনা রোগী। 
 
তারা হলেন, উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ নোমান শিবলী (৪৮), হাসপাতালের স্টাফ দীপক মল্লিক (৩৫) ও সাহারবিলের তৌহিদুল ইসলাম রাকিব (২২)। 
 
সর্বশেষ কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ ও পুরোপুরি সুস্থ হয়ে আজ (১৪ মে) সকালে বাড়ির ফেরার মুহুর্তে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, চিকিৎসার তত্ত্বাবধানে থাকা চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহভাজ। 
 
তিনি জানান, ইতিপূর্বে পারিবারিক আইসোলেশনে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার তত্ত্বাবধানে থেকে আরো ৬জন করোনা আক্রান্ত রোগি সুস্থ হয়েছেন। চকরিয়ায় এ পর্যন্ত মোট ৯জন সুস্থ হয়েছেন।
 
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন