শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফটিকছড়িতে রাতের আঁধারে ফিল্মি স্টাইলে প্রতিবেশীদের উপর হামলা

ফটিকছড়ি উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মে, ২০২০, ৯:২২ পিএম

ফটিকছড়িতে রাতের আঁধারে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে ফিল্মি স্টাইলে প্রতিবেশীদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ১২টা নাগাদ উপজেলার ধর্মপুর ইউপির সামশু বলি বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৫টি সিএনজি অটোরিক্সাসহ ২৪জনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, সমাজবিরাধী কার্যকলাপে জড়িত থাকার কারণে গোলাফুর রহমান নামীয় এক ব্যক্তির বিরুদ্ধে গত দু’মাস আগে সর্বসম্মত সিদ্ধান্তে সামাজিক ভাবে অবস্থান নেয়া হয় এবং তাকে ‘সমাজচ্যূত’ ঘোষণা দেয়া হয়। এরপর থেকে সমাজপতি আবুল ফজল সওদাগরসহ সমাজের লোকজনকে নিয়মিত নানা ভয়ভীতি প্রদর্শন ও হুমকি-ধমকির পাশাপাশি বেশ কয়েকবার এলাকায় বহিরাগত সন্ত্রাসী নিয়ে মহড়া দেয় গোলাপ। একই কায়দায় গত বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ২০/২৫ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে প্রতিবেশীদের উপর অতর্কিত হামলা চালায় সে। তারা সমাজপতি আবুল ফজল সওদাগরের বসত ঘর ঘেরাও করে তার পরিবারের লোকজনকে ফিল্মিস্টাইলে অবরুদ্ধ করে নারীদের শ্লীলতাহানি এবং ঘরে আসবাবপত্র ব্যাপকভাবে ভাঙচুর করে। বাড়ির লোকজনের চিৎকার শুনে পার্শ্ববর্তী এলাকার লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে গোলাপের ঘরে আশ্রয় নেয়। পরে খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় গোলাপের ঘরে অবস্থান নেয়া ভাড়াটে হামলাকারীদের ২৪ জনকে আটক করে পুলিশ। সাথে তাদের ব্যবহৃত ৫টি সিএনজি অটো রিকসাও আটক করা হয়। হামলায় অংশ নেয়া ভাড়াটে সন্ত্রাসীরা হাটহাজারী ও মানিকছড়ি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জাফতনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবু বক্কর জানান, এ ঘটনায় নেতৃত্বদানকারী গোলাপুর রহমানকে প্রধান এবং ২৭ জনের নাম উল্লেখ করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের হয়েছে। আমরা ২৪ জনকে হাতে-নাতে ধরেছি। অন্যদেরও গ্রেফতারের প্রচেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন