শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ম্যারাডোনার প্রস্তাব উপেক্ষা করে বাউসা!

প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে হেরে যাওয়ার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। কয়েক দিন পর কোচের পদ থেকে সরে দাঁড়ান ২০১৫ ও ২০১৬ সালে দলকে কোপা আমেরিকার ফাইনালে তুলেও শিরোপা জিততে ব্যর্থ হওয়া জেরার্ডো মার্টিনো। এর পর থেকেই নতুন কোচের সন্ধানে নামে এএফএ। এই তালিকায় প্রথমেই তাদের বিবেচনায় আসে অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমেওনে। দু’দিন আগে সেই তালিকায় নিজের নাম দেখার ইচ্ছা পোষণ করেন দেশটির সাবেক কোচ কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। এমনকি এবার কোন পারিশ্রমিক ছাড়াই দলের কোচের দায়িত্ব নেবার কথা জানান বিশ্বকাপজয়ী এই সাবেক অধিনায়ক। তবে এবার আরো একজনের নাম অন্তর্ভুক্তি পেলো এই তালিকায়, এদগার্দো বাউসা। মার্টিনোর জায়গায় সাও পাওলোর কোচকে এবার আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব দেয়ার কথা বিবেচনা করছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন।
ব্রাজিলের ক্লাবটি এক বিবৃতিতে গত বৃহস্পতিবার জানায়, আর্জেন্টিনার দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে লড়াইয়ে আছেন বাউসা। এএফএ কর্মকর্তারা এরই মধ্যে ৫৮ বছর বয়সী এই কোচের সঙ্গে যোগাযোগ করেছেন, ‘সাও পাওলোর কোচ এদগার্দো বাউসা গেলপরশু আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করার আমন্ত্রণ পেয়েছেন।’ সাও পাওলো কর্তৃপক্ষ অবশ্য মনে করছে, বাউসা ক্লাবে তার দায়িত্ব পালন করে যাবেন। আর্জেন্টিনার হয়ে ৩টি ম্যাচ খেলা বাউসা ২০১৫ সালের ডিসেম্বরে সাও পাওলোর দায়িত্ব নেয়ার আগে মূলত নিজের দেশের ক্লাবগুলোতেই কোচের ভূমিকা পালন করেন। পেরুর ক্লাব স্পোর্তিং ক্রিস্তালকে লিগ শিরোপা জেতানো বাউসা ইকুয়েডরের দল এলডিইউ কিতোকে ঘরোয়া লিগের সঙ্গে জেতান কোপা লিবের্তাদোরেস। ২০১৪ সালে আর্জেন্টিনার ক্লাব সান লরেন্সোকেও কোপা লিবের্তাদোরেস জেতান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন