শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রবাস জীবন

সউদী আরবে করোনায় আক্রন্ত হয়ে মারা গেছেন ১০৯ বাংলাদেশি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০২০, ১০:৫০ এএম

সউদী আরবে ১০৯ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানিয়েছে। এছাড়াও আরো তিন হাজার সাতশ বাংলাদেশির আক্রান্ত হওয়ার খবর দূতাবাসকে নিশ্চিত করেছে সউদী কর্তৃপক্ষ।

সউদীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানিয়েছেন, সর্বশেষ প্রায় এক মাস আগে সউদী কর্তৃপক্ষের কাছ থেকে তারা মারা যাওয়া ও আক্রান্ত বাংলাদেশিদের তথ্য পেয়েছেন।

কর্মকর্তারা বলছেন, সউদী আরবে থাকা বাংলাদেশি শ্রমিকরা মূলত ক্যাম্পে থাকে। সে কারণে তাদের মধ্যে আক্রান্তের হার বেশি বলে মনে করছেন তারা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে প্রথম বাংলাদেশি মারা যান গত ২৪ মার্চ। নতুন আক্রান্তের সংখ্যা জানা গেলে আক্রান্ত ও মারা যাওয়া বাংলাদেশির সংখ্যা আরো অনেক বেশি হতে পারে বলে মনে করছেন দূতাবাসের একজন কর্মকর্তা।

উল্লেখ্য, সউদী আরবও করোনা হানায় বিপর্যস্ত। দেশটিতে ৫৭ হাজার তিনশ ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন তিনশ ২০ জন। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৮ হাজার সাতশ ৪৭ জন।

সূত্র: বিবিসি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন