শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজশাহীতে লকডাউনে কড়াকড়ি

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৯ মে, ২০২০, ১১:৫৫ এএম

লকডাউন পরিস্থিতির মধ্যে খানিকটা শিথিলতা পেয়ে রাজশাহীতে জমে উঠেছিল ঈদবাজার। শর্ত ছিল নিয়মকানুন মানার। প্রতিশ্রুতি থাকলেও সেটি মানা হয়নি। ফলে বাধ্য হয়েই আজ মঙ্গলবার সকাল থেকে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। ফলে বন্ধ হয়ে গেছে রাজশাহী নগরীর সব মার্কেট। ফুটপাত থেকেও সব ধরনের ব্যবসায়ীদের উঠিয়ে দেয়া হয়েছে। কড়াকড়ি করা হচ্ছে রিকশা-অটোরিকশা চলাচলে।
গত কয়েকদিন মার্কেট-দোকানপাট খোলার কারণে শহরে করোনার সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে গিয়েছিল। কেননা তখন মার্কেটে সামাজিক দূরত্বের কিছুই মানা হচ্ছিল না। গায়ের সঙ্গে গা লাগিয়ে ঈদের কেনাকটায় মেতেছিলেন অনেকে। বাধ্য হয়ে প্রশাসনকে সভা করে তৎপর হতে হয়। সেনা পুলিশ সদস্যরা রাজপথে তৎপর। সচেতন নগরবাসী অভিনন্দন জানিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসনের এমন ভূমিকা প্রত্যাশা করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন