মুন্সীগঞ্জে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্বি পাচ্ছে। নতুন করে পুলিশ কর্মকর্তা সহ আরো ২৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪ শত ৪৪ জনে। সদর উপজেলায় ব্যাপক ভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে।
সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায় ,আক্রান্তদের মধ্যে গজারিয়া উপজেলায় গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) , রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের স্ত্রী সহ ১৫ জন ,মুন্সীগঞ্জ সদরে ৬ জন , শ্রীনগরে ১ জন , সিরাজদিখানে ১ জন এবং টংগীবাড়ীতে ২ জন। জেলায় ডাক্তার নার্স সহ ৮১ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকমপ্লেস্কে ৩৬ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। মুন্সীগঞ্জ স্বাস্থ্যবিভাগ থেকে হাসপাতালে যে সকল ডাক্তার নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ১৪ জনের রোষ্টার গ্রুপ করে ১০ দিন কার্যশেষে ১৪ দিনের হোমকোয়ারেন্টাইনে থাকার পর নমুনা পরীক্ষা করে পুনরায় কাজে যোগদান করছেন। এদিকে মুন্সীগঞ্জ সদরে আশংকাজনক ভাবে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্বি পাচ্ছে।করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে উপজেলার সর্বত্র।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন