শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

স্কোর কার্ড : বাংলাদেশ-জিম্বাবুয়ে, ২য় টি-২০

প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা
টস : বাংলাদেশ
বাংলাদেশ ইনিংস    রান    বল    ৪    ৬
তামীম ক ভিটোরি ব মুজারাবানি    ২৩    ১৭    ৩    ১
সৌম্য ক ওয়ালার ব ক্রেমার    ৪৩    ৩৩    ৪    ৩
সাব্বির নট অপরাজিত    ৪৩    ৩০    ১    ৩
মাহমুদুল্লাহ স্ট্যা. মুতুম্বামি ব ডব্লিউ.মাসাকাদজা    ১    ৩    ০    ০
মুশফিক অবসর    ২৪    ২০    ১    ০
সাকিব অপরাজিত    ২৭    ১৭    ২    ১
অতিরিক্ত (বা ২, লেবা ১, ও ৩)    ৬
মোট (৩ উইকেট, ২০ ওভার)    ১৬৭
উইকেট পতন : ১-৪৫ (তামীম), ২-৭৫ (সৌম্য), ৩-৭৬ (মাহমুদুল্লাহ), ৩-১২৮* (মুশফিক*, অবসর)।
বোলিং : ভিটোরি ৪-০-২৯-০, মাদজিভা ৩-০-৩০-০, মুজারাম্বানি ৪-০-৩৫-১, ডব্লিউপি মাসাকাদজা ৪-০-৩২-১, ক্রেমার ৪-০-২৯-১, উইলিয়ামস ১-০-৯-০।
জিম্বাবুয়ে ইনিংস    রান    বল    ৪    ৬
সিবান্দা ব মাশরাফি ২১    ১৭    ২    ১
মাসাকাদজা ক মাহমুদুল্লাহ ব সাব্বির    ৩০    ২৮    ৩    ২
মুতুম্বামি ক সৌম্য ব সাব্বির    ৭    ১১    ০    ০
উইলিয়ামস এলবিডব্লিউ ব শুভাগত    ৭    ৬    ১    ০
ওয়ালার ক সৌম্য ব আল-আমিন    ২৯    ২১    ৩    ১
মুর ব মুস্তাফিজ    ৯    ১৪    ০    ০
মাদজিভা ব মুস্তাফিজ    ০    ৪    ০    ০
ক্রেমার ক ও ব সাব্বির    ৮    ১২    ০    ০
ডব্লিউপি মাসাকাদজা অপরাজিত    ৬    ৮    ০    ০
অতিরিক্ত (লেবা ৫, ও ২, নো ১)    ৮
মোট (৮ উইকেট, ২০ ওভার)    ১২৫
উইকেট পতন : ১-৫০ (সিবান্দা), ২-৫৫ (মাসাকাদজা), ৩-৬৫ (উইলিয়ামস), ৪-৬৮ (মুতুম্বামি), ৫-১০৫ (ওয়ালার), ৬-১০৮ (মাদজিভা), ৭-১০৯ (মুর), ৮-১২৫ (ক্রেমার)।
বোলিং : শুভাগত ৩-০-১৮-১, সাকিব ৪-০-২৬-০, আল-আনি ৩-০-২১-১, মুস্তাফিজ ৩.৫-০-১৯-২, মাশরাফি ৪-০-২৫-১, সাব্বির ২.১-০-১১-৩।
ফল : বাংলাদেশ ৪২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : সাব্বির রহমান (বাংলাদেশ)
সিরিজ : ৪ ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০তে এগিয়ে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন