নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনা জেলা শহরের তেরী বাজার মোড়ে শনিবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আনিছুর রহমান (৫২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
জানা গেছে, জেলা শহরের কাজী রোড এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে আনিছুর রহমান মোটরসাইকেল নিয়ে শনিবার সকালে তেরী বাজার মোড় এলাকা ক্রস করার সময় পেছন থেকে একটি দ্রুতগামী ইজিবাইক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন