শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয়ের তিন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগর, নওগাঁ ও চট্টগ্রামে বাজার তদারকি করা হয়। ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার ম-লের নেতৃত্বে ঢাকা মহানগরীর তেজগাঁও এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজকে ৫০ হাজার টাকা ও পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে বন্ধু বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তারের নেতৃত্বে চট্টগ্রাম মহানগরের ইপিজেড এলাকায় ৪টি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, ওজনে কারচুপি, ভেজাল পণ্য বিক্রয় এবং অবহেলা ইত্যাদি দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানোর অপরাধে নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদল্লাহ আল মাসুমের নেতৃত্বে নওগাঁ সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন