কর্পোরেট রিপোর্টার : বাজার অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার অভিযান টিম এ জরিমানা করে। জরিমানার পরিমান ৪ লাখ ১০ হাজার টাকা। ৬৩টি প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভিন্ন জেলা কার্যালয়ের ২৩ জন কর্মকর্তার নেতৃত্বে রোববার ঢাকা মহানগর, সিলেট, চট্টগ্রাম, যশোর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, নওগাঁ, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, ঠাকুরগাঁও, দিনাজপুর, গোপালগঞ্জ, খুলনা, সুনামগঞ্জ, পটুয়াখালী, হবিগঞ্জ, ভোলা, বাগেরহাট, গাইবান্ধা ও পাবনায় বাজার অভিযানে এ জরিমানা করা হয়। ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রিনা বেগমের নেতৃত্বে ঢাকা মহানগরীর শাহবাগ এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে আদি রস ভাÐার অ্যান্ড সুইটসকে ১০ হাজার টাকা এবং অবহেলা দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানোর অপরাধে ইউসুফ কনফেকশনারিকে ২০ হাজার টাকা, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তারের নেতৃত্বে ঢাকা মহানগরীর শাহবাগ এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে দাদা মুসলিম সুইটসকে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন